ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালী বিভাগ দাবিতে জেলা সমাবেশ

নোয়াখালী বিভাগ দাবিতে জেলা সমাবেশ

নোয়াখালী বিভাগের দাবিতে নোয়াখালীতে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“সংগীতে–স্লোগানে নোয়াখালী বিভাগ দাবি” আয়োজিত এ সমাবেশে বক্তারা নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী এই তিন জেলাকে একত্রে সমন্বয় করে নতুন প্রশাসনিক বিভাগ গঠনের জোর দাবি জানান। পাশাপাশি জনবহুল এলাকাগুলো উপজেলা ঘোষণা করার দাবি উঠে। জাহাজমারা বা নিঝুম দ্বীপ, বেগমগঞ্জ, ও রাজগন্জ উপজেলা, এছাড়া সূর্বনচর পৌরসভার ঘোষণা দাবি ও করা হয়েছে।

সমাবেশে সাংবাদিক সাইফুর রহমান রাসেলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা মো. জহিরুল ইসলাম কাউসার।

প্রধান বক্তার বক্তব্য দেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফরহাদুল ইসলাম পাভেল।

সভাপতি আম মাহমুদ, সুবর্ণচর শাখার সভাপতি হেলাল উদ্দিন, চৌমুহনী টি.আই সুজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপন আহমেদ, জুলাই কন্যা সুমাইয়া, সমন্বয়ক খালিদ হাসান মিরাজ, মিহানুল নিরব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালীর মানুষ অবহেলিত। অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশাসনিক সুবিধা বাড়াতে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ করা জরুরি হয়ে পড়েছে। নোয়াখালীর স্বপ্নে নোয়াখালীকে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নসহ দাবি উপস্থাপন করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে নোয়াখালী বিভাগ সময়ের দাবি। দ্রুত সরকারিভাবে ঘোষণা না এলে বড় পরিসরের আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

নোয়াখালী,বিভাগ,জেলা সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত