ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সহিংসতার জেরে ঈশ্বরগঞ্জে ঝুঁকিতে টিকাদান কর্মসূচিসহ জরুরি সেবা

সহিংসতার জেরে ঈশ্বরগঞ্জে ঝুঁকিতে টিকাদান কর্মসূচিসহ জরুরি সেবা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র ও দুর্নীতির বিরুদ্ধে হওয়া মানববন্ধনে সহিংস আক্রমণের জেরে সৃষ্ট অস্থিরতা ও ‘মামলা আতঙ্ক’ বিদ্যমান। এর সরাসরি প্রভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে, ফলে প্রায় চার লক্ষ মানুষ মানসম্মত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সোমবার (১৭ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায়, পর্যাপ্ত চিকিৎসক থাকা সত্ত্বেও তাদের কর্মস্থলে অনুপস্থিতির কারণে মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

গত ১২ নভেম্বর হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়া এনসিপি নেতাসহ তিনজনকে মারধরের ঘটনাটি চিকিৎসকদের মধ্যে গভীর ভীতি সৃষ্টি করেছে। এই সহিংস ও অনাকাঙ্ক্ষিত ঘটনার আইনি জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কায় পর্যাপ্ত চিকিৎসক থাকা সত্ত্বেও তাদের অনেকেই কর্মস্থলে অনুপস্থিত থাকছেন।

চিকিৎসকদের অনুপস্থিতির কারণে জরুরি রোগী এবং শিশুদের টিকাদান কর্মসূচিতে আসা মায়েরা ভোগান্তির শিকার হচ্ছেন। রুটিন স্বাস্থ্যসেবা না পেয়ে বাধ্য হয়ে অনেককে চড়া মূল্যে বেসরকারি ক্লিনিক বা জেলা সদরে ছুটতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্টাফ জানান, এই পরিস্থিতির কারণে আইনি হয়রানির আশঙ্কা সবসময় কাজ করছে।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন প্রশাসনিক জটিলতাকে দায়ী করে বলেন, তাকে না জানিয়ে নাইটগার্ড আটকের মতো ঘটনা পরিস্থিতি আরও ভীতিকর করে তুলেছে।

স্থানীয় জনসাধারণ জরুরি ভিত্তিতে এই সংকট নিরসন করে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সহিংসতা,ঈশ্বরগঞ্জ,টিকাদান কর্মসূচি,জরুরি সেবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত