ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত ৪৪৯ জন

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত ৪৪৯ জন

মাগুরার চার উপজেলায় মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৯ জনে। এর মধ্যে ৪৪৫ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে ভর্তি আছেন ৪ জন।

মাগুরার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার সদর উপজেলায় ২৪৭ জন, শ্রীপুর উপজেলায় ৮০ জন, মহম্মদপুর উপজেলায় ১১৮ জন ও শালিখা উপজেলায় ৪ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি ভর্তি হন। মাগুরাতে এ বছর অন্য বছরের তুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে বেশি। তবে এ পর্যন্ত কোনো রোগী ডেঙ্গুতে মৃত্যুবরণ করেননি। গত বছর মাগুরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগী মারা যান।

হাসপাতাল সূত্র আরও জানায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা, সঠিক চিকিৎসা ও পরামর্শের কারণে এ পর্যন্ত কোনো রোগী মারা যায়নি বা অন্য হাসপাতালেও স্থানান্তর করা হয়নি। মশা নিধনের জন্য মাগুরা পৌরসভা ফোগার মেশিন দিয়ে নিয়মিত স্প্রে করে থাকে।

তাছাড়া জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধের জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়ে থাকে। সেই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনাসভা ও জেলা ও উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভায় সকল জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা করা হয়।

মাগুরা,ডেঙ্গু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত