ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এক গৃহবধূর ২ বার মৃত্যু!

এক গৃহবধূর ২ বার মৃত্যু!

পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূকে দুইবার মৃত ঘোষণা করার ঘটনা ঘটেছে। পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আমবাগান মহল্লার মুরগি ব্যবসায়ী আব্দুস সালামের স্ত্রী সুফিয়া বেগমের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুফিয়া বেগম মৃত্যুবরণ করেছেন বলে জানান চিকিৎসক।

সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডেড সার্টিফিকেট দেওয়ার পর তার লাশ পরিবারের লোকজন ঈশ্বরদীতে নিয়ে আসেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবার ও আত্মীয়-স্বজন লাশ দাফনের প্রস্তুতি গ্রহণ করে এবং ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্তানে কবর খোঁড়া হয়।

শেষ গোসল করানোর জন্য লাশকে প্রস্তুত করা হলে পরিবারের লোকেরা লক্ষ্য করেন লাশের শরীর গরম এবং নড়াচড়া করছে। এমন অস্বাভাবিক দৃশ্য লক্ষ্য করে তারা সুফিয়া বেগমকে কয়েক চামচ পানি পান করিয়ে দ্রুত ইশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিব ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে ইসিজি পরীক্ষা করেন।

পরীক্ষার পর তিনি জানান, সুফিয়া বেগম তখন জীবিত নন, প্রায় তিন ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। ফলে দ্বিতীয়বারের মতো চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৃহবধূ,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত