ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় বিএনপি কর্মীর ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

দর্শনায় বিএনপি কর্মীর ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিএনপির কর্মীর পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দর্শনা থানার পুরাতন বাজার সংলগ্ন হাজী আব্দুল কাদেরের আড়তের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে দর্শনা-মুজিবনগর মহাসড়কের পাশে পুরাতন বাজার সংলগ্ন হাজী আব্দুল কাদের ভূসিমালের আড়তের সামনে পার্কিং করা ট্রাকে আগুন লাগিয়ে দুরবিত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাক মালিক ও বিএনপির কর্মী জাহিদ মিয়া জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তার ট্রাকচালক আব্দুল হাকিম ট্রাকটি দর্শনা পুরাতন বাজার সংলগ্ন আব্দুল কাদেরের আড়তের সামনে রেখে বাড়ি চলে যায়। এরপর গভীর রাতে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি তাৎক্ষণিক ট্রাকটির অধিকাংশ পুড়ে গেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক মালিক জাহিদ মিয়া বাদী হয়ে দর্শন থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

দর্শনা,বিএনপি কর্মী,ট্রাকে আগুন,দুর্বৃত্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত