ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ আটক ৩

ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ আটক ৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও নিষিদ্ধ ওষুধসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রেজাউল (৩২), পারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০) এবং মোড়লবস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে মো. হাকিম (২৪)।

বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ৩৮১ থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তের উদয়পুর মাহাতবস্তি এলাকায় টহল দল অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করা হয়। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, আটক ব্যক্তিদের জব্দকৃত মাদক, নিষিদ্ধ ওষুধ ও মোটরসাইকেলসহ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঠাকুরগাঁও,সীমান্ত,মাদক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত