
স্বাস্থ্যসম্মত ও নিরাপদ স্যানিটেশন ডায়রিয়া কলেরা রোধ ও শিশু মৃত্যুর হার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেছেছেন বক্তারা।
কক্সবাজারে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এই অভিমত ব্যক্ত করা হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশে একটি নিরাপদ ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, যা সকলের জন্য উপলব্ধ হবে।
কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও কক্সবাজারে ওয়াশ সেক্টরে কর্মরত এনজিও সংস্থা আজ বুধবার দুপুরে এই আলোচনা সভার আয়োজন করে।
জাতিসংঘ ঘোষিত এই দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘স্যানিটেশন ও নিরাপদ মলব্যবস্থাপনায় সমতা ও সম্মান’-যা কক্সবাজারের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইবনে মায়াজ প্রমানিক ইউনিসেফ-এর ওয়াশ প্রকল্পের কর্মকর্তা সাজেদা বেগম হাইসোয়ার প্রকল্প পরিচালক এনামুল হক মন্ডল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন নির্ভর কক্সবাজারে সুষ্ঠু ও পরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সে ক্ষেত্রে টয়লেট ব্যবস্থার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে নিরাপদ স্যানিটেশন বিষয় নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং স্বাস্থ্য সম্মত টয়লেটের ড্যামি প্রদর্শন করা হয়।