ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় তিনটি তক্ষকসহ আটক ১

চুয়াডাঙ্গায় তিনটি তক্ষকসহ আটক ১

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙা এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় ৩টি তক্ষকসহ ১ ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩, মেহেরপুরের একটি বিশেষ আভিযানিক দল।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আব্দুল আজিজ (৬৭)।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আজিজ স্বীকার করেছেন যে তিনি অবৈধ বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। উদ্ধার করা তক্ষকগুলো বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর তালিকাভুক্ত।

র‌্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর জানায়, ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

আটক ১,তিনটি তক্ষক,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত