ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মাদকের বিরুদ্ধে কঠোর পুলিশ: ঈশ্বরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৯

মাদকের বিরুদ্ধে কঠোর পুলিশ: ঈশ্বরগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মাদক ও অন্যান্য মামলার এজাহারভুক্ত মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী একটি বড় সফলতা অর্জন করে। এই অভিযানে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবাসহ দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক মামলার আসামিরা হলেন- ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. শামিম মিয়া (৪৫), অপরজন সিলেটের বিয়ানীবাজারের মৃত তোয়াক্কেল আলী ওরফে তুয়াকুল আলীর ছেলে সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১)।

মাদক মামলা ছাড়াও নিয়মিত অন্যান্য মামলার এজাহারনামীয় আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক আসামি রয়েছে। শ্রীপুরজিথর, ইউপিঃ তারুন্দিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল রহমান পুলিশ জানিয়েছেন, জননিরাপত্তা বজায় রাখতে এবং মাদক নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক,ঈশ্বরগঞ্জ,ইয়াবা,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত