ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে শান্ত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুন্সীগঞ্জে শান্ত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকারকে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শান্ত সরকারের চাচা সোহরাব সরকার-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নিহতের পরিবার— মা মাকসুদা বেগম, স্ত্রী শান্তা বেগম, ভাই মামুনসহ সদর ও চরকেওয়ার এলাকার প্রায় ৪শ সাধারণ মানুষ অংশ নেন।

এছাড়া অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি শাহিন মিয়া, যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান রনিসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১ নভেম্বর আবু ইলিয়াস শান্ত সরকারকে পরিকল্পিতভাবে নৃশংস হত্যার শিকার হতে হয়। বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিবরিয়া মিজি, শাহাদাত প্রধানসহ সকল আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি— ফাঁসির দাবি জানান।

বক্তব্য শেষে প্রেসক্লাব চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত ঘোষণা হয়।

মুন্সীগঞ্জ,শান্ত হত্যা,বিক্ষোভ,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত