ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রজবালা গ্রাম থেকে মরিয়ম (৪৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মরিয়ম ওই গ্রামের মৃত আনোয়ারের স্ত্রী।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মরিয়ম তার মেঝ মেয়ের জামাই নিয়ে বাড়িতেই বসবাস করতেন এবং এ নিয়ে মাঝেমধ্যেই জামাই শাশুড়ির মাঝে মধ্যেই ঝগড়া হতো। এরই জের ধরে এক পর্যায়ে মঙ্গলবার সকালে জামাই শাশুড়িকে মুখমণ্ডলে আঘাত করে। এতে গুরুতর আহত শাশুড়িকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসার পর বুধবার বিকেলে বাড়িতে নিয়ে আসা হয়। মেয়ের জামাইয়ের এ মারপিটের ঘটনায় অসহ্য হয়ে ওইদিন রাতে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে দুপুরে তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত