ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসক তাছলিমা আক্তার

বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসক তাছলিমা আক্তার

বরগুনায় জেলায় এই প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করলেন তাছলিমা আক্তার (২৯ ব্যাচ, বিসিএস প্রশাসন ক্যাডার)। তিনি ১৮ নভেম্বর যোগদান করেন।

গত ১৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে আগের সিদ্ধান্ত অনুযায়ী ৮ নভেম্বর বরগুনার ডিসি হিসেবে সন্দীপ কুমার সিংহকে দেয়া হয়েছিল, তবে মাত্র পাঁচ দিনের মধ্যে সেই প্রজ্ঞাপন বাতিল করে তাছলিমা আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।

তাছলিমা আক্তার আগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণই তাকে এই দায়িত্বে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, তার নিয়োগ প্রশাসনেও নারীর অংশগ্রহণ এবং নেতৃত্বে নারীর জায়গা প্রসারে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে।

সাম্প্রতিক এই পদায়ন শুধু বরগুনার জন্য নয়, বরং সমগ্র দেশের জন্য একটি ইতিবাচক বার্তা; প্রশাসনের শীর্ষ পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো সম্ভব।

তাছলিমা আক্তার,নারী জেলা প্রশাসক,বরগুনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত