ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জমিদার ফণীভূষণ মন্ডলের স্মরণে দেবহাটায় স্মরণসভা অনুষ্ঠিত

জমিদার ফণীভূষণ মন্ডলের স্মরণে দেবহাটায় স্মরণসভা অনুষ্ঠিত

দেবহাটা সদর ক্লাবের আয়োজনে আধুনিক দেবহাটার রূপকার জমিদার ফণীভূষণ মন্ডলের তিরোধান দিবসে তাঁর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টায় ক্লাব চত্বরে আয়োজিত উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ও দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।

শুরুতে জমিদার ফণীভূষণ মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রোড়পত্র উন্মোচন করেন সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু। স্বাগত বক্তব্য রাখেন ফণীভূষণ মন্ডলের বংশধর, সাতক্ষীরা সদর উপজেলার সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সদর ক্লাবের কর্মকর্তা আর.কে. বাপ্পা এবং প্রধান শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় আধুনিক দেবহাটা গড়ার রূপকার ফণীভূষণ মন্ডলের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলী, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটার সন্তান সাবেক পুলিশ ইন্সপেক্টর আবুল কালাম, সমাজসেবক আনারুল ইসলাম আনু, সমাজসেবক ও ফণীভূষণ মন্ডলের বংশধর ডা. দেবপ্রসাদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিমসহ বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ক্লাবের সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম আব্বাস ও সাবেক পুলিশ সদস্য মাহবুবুল আলম বাচ্চু ফণীভূষণ মন্ডলের স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

বক্তারা এসময় ফণীভূষণ মন্ডলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেবহাটা থানা, দেবহাটা পৌরসভা, দেবহাটা সরকারি হাইস্কুল, দেবহাটা ফুটবল মাঠ, দেবহাটা উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ অসংখ্য স্থাপনা নির্মাণ করা এবং তৎকালীন সময়ে এই এলাকার মানুষের কল্যাণে তার কর্মময় জীবনের উপর বিশদ আলোচনা করেন ও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দেবহাটায় স্মরণসভা,জমিদার ফণীভূষণ মন্ডল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত