ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, আহত অন্তত অর্ধশত

নরসিংদীতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু, আহত অন্তত অর্ধশত

ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলায় মাটির তৈরি একটি দেওয়াল ধসে পড়লে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই সময় জেলার বিভিন্ন স্থানে ছাদের কার্নিশ ভেঙে পড়াসহ অন্যান্য দুর্ঘটনায় গুরুতর তিনজনসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিহত বৃদ্ধা ও গুরুতর আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত নারী পলাশ উপজেলার বাসিন্দা এবং গুরুতর আহতরা নরসিংদী শহরের বাসিন্দা বলে জানা গেছে।

দেয়াল ধসে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন।

স্থানীয়রা জানান, গাবতলী মাদরাসার পেছনে একটি গলিতে নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে ইট খসে পড়ে পাশের একতলা ভবনের ছাদের কার্নিশে লাগে। এতে কার্নিশ ভেঙে নিচে পড়লে এক শিশুসহ তিনজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

জেলার অন্য স্থানেও ভূমিকম্পের সময় বিভিন্ন দুর্ঘটনায় আরও অনেকে আহত হন। গুরুতর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অপরদিকে পলাশ উপজেলার একটি বাড়ির মাটির দেওয়াল ভূমিকম্পের সময় হঠাৎ ধসে পড়ে। আতঙ্কে বাইরে বের হওয়ার সময় সেই দেওয়াল এক বৃদ্ধার ওপর পড়ে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, ঘটনাস্থলের মাটির দেয়াল ধসে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

আহত অন্তত অর্ধশত,বৃদ্ধার মৃত্যু,নরসিংদীতে দেয়াল ধস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত