ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে আমন কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

দিনাজপুরে আমন কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

দিনাজপুরে আমন ধান কাটা-মাড়াই কাজে ব্যস্ত কৃষি শ্রমিকরা। অগ্রহায়ণ মাস শুরু হতেই দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় আমন ধান কাটা-মাড়াই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক ও শ্রমিকরা। সেই সঙ্গে বাড়িতে-বাড়িতে নতুন ধানের ভাত খেতে নবান্ন উৎসব পালনও চলছে। ধান কাটা-মাড়াই করতে এখন ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষক ও শ্রমিকরা। সব মিলিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে দিনাজপুরের গ্রামীণ জনপদে।

আনন্দের এই ক্ষণে মেয়ের জামাইসহ অন্য আত্মীয়-স্বজনদের আতিথেয়তার জন্য বাড়িতে আমন্ত্রণও জানাচ্ছেন অনেকে। তাই, স্থানীয় কৃষকদের ঘরে-ঘরে এখন নতুন ধানের সুবাস। উঠানে-উঠানে আত্মীয়-স্বজনকে নিয়ে পিঠা-পুলি খাওয়ার ব্যস্ততাসহ অনেক কৃষক ধান মাড়াই করে সেগুলো হাটে নিয়ে বিক্রির জন্যও ছুটছেন।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন জানান, এবার জেলায় ২ লাখ ৬০ হাজার ৫৬০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তার চেয়ে দুই হেক্টর জমিতে চাষাবাদ বেশি করা হয়েছে। কৃষি কর্মকর্তা, কৃষি উপসহকারী কর্মকর্তাদের সঠিকভাবে নজরদারি ও দিকনির্দেশনায় প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং পোকা-মাকড়ের আক্রমণ কম থাকায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার ধান কাটা শ্রমিকের দলনেতা সুকারু হোসেন বলেন, প্রতি বিঘা জমির (৫০ শতাংশ) আমন ধান কাটতে কৃষকের কাছ থেকে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তার দলের ১৪ জন মিলে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। গত বছর এ কাজে মজুরি কম থাকলেও বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম বাড়ায় কাজের মজুরিও বেড়েছে।

দিনাজপুর সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কৃষক সফিক জানান, গুটি স্বর্ণা, স্বর্ণা-৫ জাতসহ আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এ বছর ধানের ফলন ভালো। ধান কাটা শ্রমিকদের মজুরি পরিশোধে মাড়াই করে ধান বিক্রি করতে হচ্ছে। বর্তমানে হাট-বাজারে প্রতি বস্তা ধান (৭৫ কেজি) বিক্রি হচ্ছে ২২শ' থেকে ২৩শ' টাকায়। নতুন ধান কেটে নবান্ন উৎসব না করে এখনো অনেকেই ওই চালের ভাত মুখ তোলেন না।

দিনাজপুর,আমন,মাড়াই,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত