ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনে আসিফ আকবর

কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনে আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়সভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর বলেছেন, জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ৬ থেকে ৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট দ্রুতই শুরু করা হবে। ক্রিকেট খেলোয়াড়রা যাতে ৮ মাস মাঠে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে।

পাশাপাশি ফুটবল খেলোয়াড়দের জন্য বিকল্প মাঠ নির্বাচন করা হবে বলে জানান তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে ভেন্যু পরিদর্শনে উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আশা তরুণ প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেওয়া।

পরিদর্শন শেষে স্টেডিয়াম হলরুমে খেলোয়াড়, ক্লাব কমিটির সদস্য ও স্টেডিয়াম সংশ্লিষ্টদের সাথে তিনি মতবিনিময় করেন।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম স্টেডিয়াম,পরিদর্শন,আসিফ আকবর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত