
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই বাজারের স্যানিটারি দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে এ আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে ফার্নিচারের দোকানসহ কয়েকটি দোকান পুড়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলছেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এ অগ্নিকাণ্ডে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। ঋণ পরিশোধ করতে পারবে না বলে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।