ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় ডাকাতি, স্থানীয়দের পদক্ষেপে অস্ত্রসহ আটক ১

দর্শনায় ডাকাতি, স্থানীয়দের পদক্ষেপে অস্ত্রসহ আটক ১

চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার দর্শনা থানাধীন দর্শনা–উজলপুর সড়কে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণের গয়না ও মোবাইল ফোন লুট করে। এসময় ডাকাত দলের সদস্য রাজু (২৮)কে একটি দেশি অস্ত্রসহ আটক করে এলাকাবাসী।

আজ শনিবার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। আটক রাজু সদর উপজেলার বেলগাছি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার ভোরের দিকে সদর উপজেলার দর্শনা–উজলপুর সড়কে একদল ডাকাত কয়েকটি ভ্যানযাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, সোনার গয়না ও মোবাইল ফোন লুট করে।

যাত্রীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে একটি দেশি অস্ত্রসহ রাজু নামে এক ডাকাত সদস্যকে আটক করে। তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে এলাকাবাসী। অন্য সদস্যরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী রাজুকে গণধোলাই দিয়ে দর্শনা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ জানান, আটক রাজু পেশাদার চোর এবং এর আগেও সে বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। আটক রাজুর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

অস্ত্রসহ আটক ১,স্থানীয়দের পদক্ষেপ,দর্শনায় ডাকাতি, স্থানীয়দের পদক্ষেপে অস্ত্রসহ আটক ১,দর্শনায় ডাকাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত