ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ

সোনারগাঁয়ে বিএনপির সম্প্রীতি সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকায় সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে, ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এ সময় তিনি সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্প্রীতির সমাবেশে বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্প্রীতি সমাবেশ,সোনারগাঁ বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত