
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বনচাকি ব্রিজের পাশে থেকে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টার সময় উপজেলার বনচাকি রাস্তায় পাশে খাল থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বনচাকি গ্রামের আ. সামাদ নামে এক যুবক বলেন, ‘আমি ভ্যানে করে বোয়ালমারীর দিকে যাচ্ছিলাম, এমন সময় ব্রিজের পাশে একটি কাঠ দেখতে পেয়ে খালে ফেলতে গিয়ে অজ্ঞাত লাশ দেখতে পাই।’
এমন সময় তিনি স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চতুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জালাল (মেম্বার) সিকদার জানান, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ব্রিজের পাশের খালে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।’ তিনি দাবি করেন, লাশটি এলাকাবাসীর পরিচিত নয়।
বোয়ালমারী থানার এসআই শিমুল মোল্লা বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমি সহ পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশ সুরতহাল করে থানায় নিয়ে আসি। লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।’
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।