
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলার শিকার হয়ে এক নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের এলাকাবাসী উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে মো. চাঁন মিয়া বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার বালিয়াটী ইউনিয়নের শিমুলীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলীয়া গ্রামের মো. চাঁন মিয়া এবং একই গ্রামের মেহেদী হাসানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সুমন মিয়া (২৮), মেহেদী হাসান (৩০), রাসেদুল ইসলাম (২২) ও হুমায়ুন কবির (৩৫) একদল লোক লাঠি, ছ্যান, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় মো. লাল মিয়া, হানিফ আলী ও রুজিনা আক্তার সন্ত্রাসী হামলার শিকার হন। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে, যার ফলে তারা গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে হানিফ আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।