
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড কর্তৃক বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ধানের শীষ প্রতীকে এমপি প্রার্থী মনোনীত হওয়ায় হাজীগঞ্জে ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোঃ আলমগীর হোসাইন খোকন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য সচিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন—৫ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান কানু পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন মজুমদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মজুমদার, যুগ্ম আহ্বায়ক ফখরুল আমিন মজুমদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান, উপজেলা চালকদলের আহ্বায়ক হাছান তপদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইসমাইল প্রধানিয়া, ছাত্রনেতা রাকিব, পরান প্রমুখ।
এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।