ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভিন খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন গুরুতর আহত হন। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার আলোকদিয়া বাজার সংলগ্ন চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন খাতুন সদর উপজেলার আলোকদিয়া মনিরামপুর গ্রামের রাজু হোসেনের স্ত্রী।

পুলিশও প্রত্যক্ষ দোষী সূত্রে জানা যায়, রোববার দুপুরে পারভিন খাতুন চুয়াডাঙ্গা শহর থেকে মুদি দোকানের মালামাল কিনে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে আলোকদিয়া বাজারের নিকট পৌঁছায়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী ‘আল্লার দান’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পারভিন খাতুন নিহত হন এবং ভ্যান চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর খালিদ হোসাইন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ বাসের নিচ থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা পর বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। তবে বাসটি আটক করা হয়েছে।

মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩,চুয়াডাঙ্গা,সড়ক দুর্ঘটনা,নারী নিহত, আহত ৩,নারী নিহত,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত