ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাবনায় মেছোবাঘ আটক

পাবনায় মেছোবাঘ আটক

পাবনায় একটি মেছোবাঘকে আটক করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে পাবনা সামাজিক বন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার রাত সাড়ে ৭টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের আউয়াল মেম্বারের বাড়ির সামনে রাস্তার ওপর থেকে বাঘটিকে আটক করা হয়।

জানা গেছে, শ্রীকান্তপুর গ্রামের আউয়াল মেম্বারের বাড়ির সামনে একটি মেছোবাঘ রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অটোবাইকের সাথে সজোরে ধাক্কা খেয়ে মেছোবাঘটি রাস্তার উপর পড়ে যায়। স্থানীয় লোকজন দেখে চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী বাঘটিকে আটক করে স্থানীয় বিএনপির পার্টি অফিসে খাঁচায় বন্দী করে রাখে।

বিএনপির নেতা কামাল হোসেন জানান, শনিবার রাত সাতটা থেকে সাড়ে সাতটার দিকে মেছোবাঘটি আটক করা হয়েছে। বন বিভাগের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, বাঘটির মুখে আঘাত লেগেছে এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। স্থানীয় পশু চিকিৎসকের মাধ্যমে মেছোবাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাবনা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, এলাকাবাসীর হাতে আটক মেছোবাঘটি আমাদের হেফাজতে রয়েছে। খুব দ্রুত উপযুক্ত জায়গায় মেছোবাঘটি অবমুক্ত করা হবে।

মেছোবাঘ আটক,পাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত