ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে রেল স্টেশন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে রেল স্টেশন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

জিআরপি থানার (ওসি) দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে রেল স্টেশন এলাকায় ঘুরে বেড়াতো। তাকে পাগল হিসেবে এলাকার লোকজন সাহায্য সহযোগিতাও করতো। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার দুপুরের দিকে ওই স্টেশন এলাকার রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,রেল স্টেশন,বৃদ্ধা,মরদেহ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত