ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে তার নতুন কর্মস্থলে স্বাগত জানান। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে জেলা শহরের যানজট, জেলার পর্যটন, মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সাংবাদিকদের মতামত শোনার পর তার বক্তব্যে বলেন, মৌলভীবাজারের মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। বিভিন্ন দাপ্তরিক সেবা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের বোঝা নিয়ে এ জেলায় এসেছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসন সার্থক হবে। তিনি প্রশাসনের স্বচ্ছতা, দ্রুত সেবা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিনসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার,জেলা প্রশাসক,সাংবাদিক,মতবিনিময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত