
সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তিনদিনে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে কমপক্ষে ২৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর এলাকার সরদারপাড়া ও ভাঙ্গাবাড়ী মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে শুক্রবার থেকে রোববার মধ্যরাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা বাটুল নিক্ষেপসহ দেশীয় অস্ত্রেসস্ত্রে এ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাছের ডুম ফেলে রাস্তা বন্ধ করে রাখে। এতে শহরের পশ্চিম এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
সংঘর্ষের শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে টিআর গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং উপজেলা প্রশাসন এ সংঘর্ষ থামাতে ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যেই উভয় মহল্লার প্রধানদের সঙ্গে এ ঘটনার আপোষ মীমাংসা আলোচনা চলছে। এছাড়া এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।