
নবম পে-স্কেলের দাবীতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন ফ্লাটফর্মে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ খানের পরিচর্যায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মারুফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সহ-সভাপতি সরকার গোলাম মোস্তফা, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক কামাল শেখ।
বক্তারা বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সরকার আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করা হবে। প্রয়োজনে পে-স্কেল বাস্তবায়ন না হলে রেলের চাকা ঘুরতে দেওয়া হবে না। ২০২০ সালে রেলওয়েকে মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার পর থেকেই এই বৈষম্যের সূচনা হয়েছে।
পরিষ্কার কথা, আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। বর্তমান অবস্থায় রেলওয়ে কর্মচারীরা চরম দুঃখ-কষ্টে দিন পার করছেন। আজ রেলের কর্মচারীরা চরম অবহেলা ও বৈষম্যের শিকার।
মাননীয় অর্থ উপদেষ্টা ও কমিশনকে বলব, কোনো ধরনের পায়তারা না করে আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে ৯ম গ্রেড বাস্তবায়ন করুন। ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে রেলের চাকা বন্ধসহ সরকারী অফিস ও আদালত বন্ধ করা হবে বলে হুশিয়ারি দেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে রেলওয়ে শ্রমিকদলসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রায় ৫ শতাধিক কর্মচারী অংশ গ্রহণ করেন।