
সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ঘটনায় জনমনে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কের গেন্দু মিস্ত্রি ব্রিজ, চন্ডিদাসগাঁতী ব্রিজ, শিমুলতলা, কুটিরচর ব্রিজ ও নলকা মোড় এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব স্থানে দিনে ও রাতে বিশেষ কৌশলে ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সোমবার বিকেলে স্বর্ণালী নামের এক গৃহবধূ গেন্দু মিস্ত্রির ব্রিজের ওপর ছিনতাইয়ের কবলে পড়েন। তিনি গ্রামের বাড়ি থেকে রিকশাযোগে শহরের বাসায় আসার পথে উল্লেখিত স্থানে পৌঁছান। এসময় রিকশার পাশ থেকে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী তার হাতের ব্যাগ ছিনতাই করে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গৃহবধূ চিৎকার করলে ওই ছিনতাইকারী ব্যাগ রেখে দ্রুত পালিয়ে যায়।
এছাড়াও উল্লেখিত স্থানগুলোতে মাঝেমধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ কারণে অনেকেই একা চলাচল করতে সাহস পাচ্ছেন না। এদিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশন এলাকায়ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তারা বলছেন, সড়ক পথে মাঝেমধ্যে ২/১টি ছিনতাইয়ের ঘটনা শোনা যায়। সংঘটিত ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে ছিনতাই ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের টহল ইতোমধ্যেই জোরদার করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।