
পাবনার ঈশ্বরদীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ‘পিঠা উৎসব ২০২৫’ ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন তিনি। ঈশ্বরদী মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়-এ অনুষ্ঠানের আয়োজন করে এবং মেলা বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এই পিঠা উৎসবে ঐক্য মহিলা উন্নয়ন সমিতি, মাজদিয়া মহিলা সমিতি, কারুপল্লী ফুডপার্ক, ঈশ্বরদী উদ্যোক্তা প্লাটফর্ম নানা রকম পিঠা সাজিয়ে অংশগ্রহণ করে। এসব স্টলগুলোতে চিতই পিঠা, দুধ পুলি, চাউলের রুটির সাথে হাঁসের মাংস, পাটিসাপটা, ভাপা-সহ বিভিন্ন প্রকার পিঠা দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মো. আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, ঈশ্বরদী পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিহাব উদ্দিনসহ উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন প্রমুখ।
পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে বিভিন্ন পিঠার উৎসব ঘুরে ঘুরে দেখেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, এখানে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়েছে। আশা করি সারাদিন আপনারা এই পিঠা উৎসব উৎসবের সাথে উদযাপন করবেন। আপনারা দেখেছেন এখানে বিভিন্ন রকমের পিঠার সমাহার। এখানে চাহিদার তুলনায় আয়োজন অনেক ভালো হয়েছে। আমরা যতই আধুনিক হই না কেন এই পিঠার সাথে আমাদের নাড়ীর সম্পর্ক রয়েছে। এই আয়োজনটা আরো বড় করে বড় জায়গায় করে জনসাধারণের জন্য উন্মুক্ত করলে আরো ভালো হতো।