ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শত শত মানুষ

ঈশ্বরগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শত শত মানুষ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উচাখিলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট পাঁচজন ডাক্তার সেবা প্রদান করেন। এর মধ্যে ছিলেন ডায়াবেটিস, নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞগণ।

ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান ক্যাম্পের উদ্বোধন করেন।

আয়োজকেরা জানান, এলাকার দুস্থ ও সাধারণ মানুষের কাছে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই ক্যাম্পের মূল লক্ষ্য।

শত শত মানুষ,বিনামূল্যে চিকিৎসাসেবা,ঈশ্বরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত