
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিয়া মনি (২১) নামে এক যুবতীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্বামী আদিলকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশের হাতে আটক আদিল গত আট বছর যাবৎ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় অবস্থিত র্যাংগস গ্রুপের কারখানায় বাবুর্চি হিসেবে কাজ করছেন। তার বাড়ি জামালপুর জেলার সদর থানার চুনুটিয়া গ্রামে। তার বাবার নাম বাদশা মিয়া। তিনি গত ১১ মাস আগে পারিবারিকভাবে একই জেলা ও থানার শেখপাড়ার (মন্ডলবাড়ির) হালিম মন্ডলের মেয়ে রিয়া মনিকে বিয়ে করে সোনারগাঁওয়ের র্যাংগস গ্রুপের আবাসিক কোয়ার্টারে বসবাস করছিলেন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আদিল তার স্ত্রীর জন্য সকালে নাস্তা আনতে বের হন। পরে সকাল ৯টার দিকে দুটি পরোটা নিয়ে কোয়ার্টারে আসেন আদিল। এ সময় রুমে ঢুকে একটি ধারালো বটির আঘাতে স্ত্রী রিয়া মনির গলা কাটা ও মাথায় কোপ দিয়ে হত্যা করা রক্তাক্ত লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখতে পান। এ সময় রুমের ভেতর কাউকে দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করলে, এলাকাবাসী ও র্যাংগসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে আসেন।
এদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পুলিশ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠান।
এ ব্যাপারে পুলিশের (অঞ্চল-খ) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, আপাতত রিয়া মনি হত্যাকাণ্ডে তার স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হবে।