ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

জীবননগরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর গ্রামের খালগাছা মাঠে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন— রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর নতুনপাড়ার মৃত ছেরেস্তারী মল্লিকের ছেলে রুস্তম মল্লিক (৬৫), তার দুই ছেলে মোমিন মল্লিক (৪৩), সেলিম মল্লিক (৩৫) এবং মোমিনের ছেলে রাজু মল্লিক (১৯)।

আহত রুস্তম মল্লিক জানান, জমির আইল ও ভোগদখল নিয়ে তার বোনের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে সাতজন দেশীয় অস্ত্র নিয়ে মাঠে এসে তার জমিতে আইল কাটতে থাকে। তিনি দলিল অনুযায়ী জমির ভাগ নেওয়ার কথা বললে উত্তেজিত হয়ে ওঠে প্রতিপক্ষ।

রুস্তম বলেন, “আমি দলিল অনুযায়ী জমি দিতে রাজি ছিলাম। কিন্তু তারা বললো জমির ভোগ দিয়েই ভাগ নেবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মশিয়ার, গুলাপ, বকুল, নজু, রশিদ, রাজেল ও হবি মিলেই আমাদের উপর হামলা করে। কোদাল, দা আর লাঠি দিয়ে চারজনকে মারধর করে।

রুস্তমের ছেলে মোমিন মল্লিক বলেন, দুই ফুপুর জমি আমরা আলাদা আইলে দিয়ে দিয়েছি। কিন্তু ফুপাতো ভাইরা এখন মাঝের জমি নিতে চাইছে। আমরা তা দিতে রাজি না।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ এলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

জীবননগর,কুপিয়ে,পিটিয়ে জখম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত