ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গা জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

চুয়াডাঙ্গা জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ — এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মেলা চত্বরে ফিতা কেটে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, খামারি আরিফ হোসেন প্রমুখ।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৪টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, গাড়ল, কবুতর, ও মুরগী রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রাণিসম্পদ হল প্রাণিজ আমিষের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা এই প্রাণীগুলো লালন পালন করেন তাদের কাছে অনুরোধ, যাতে এই প্রাণীগুলো সঠিক ও সুস্থভাবে পালন করা হয়। ভালো মানের দুধ, ডিম ও মাংস উৎপাদন করা প্রতিটি খামারের দায়িত্ব। যারা গবাদি পশু পালন করেন তাদের খেয়াল রাখতে হবে যেন পশু দ্বারা আশেপাশের কারো ফসলি জমি নষ্ট না হয়।

চুয়াডাঙ্গা,প্রাণিসম্পদ সেবা সপ্তাহ,প্রদর্শনী,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত