
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’— এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুর রহমান। তিনি স্টল গুলো পরিদর্শন করে খামারিদের বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রাণি সম্প্রসারণ অফিসার ডা. জান্নাতি, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, তথ্য আপা প্রকল্পের তামান্না হক ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মরত মিজানুর রহমান রতন প্রমুখ।
এ প্রদর্শনী মেলায় ৩০টি স্টল স্থান পায়।