
ময়মনসিংহে ট্র্যাফিক পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে যুবদলের এক কর্মীকে হত্যা করেছে একটি চক্র।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।
রেদুয়ান জাহান রিয়াদ নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। তিনি মহানগর যুবদলের কর্মী ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
নিহত রিয়াদের বাবা মো. সাইদুল হক বলেন, ‘আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করতো। পাটগুদাম ব্রিজ মোড়ে অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে বুঝতে পারছি না। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের ধরে বিচার করার দাবি জানাই।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।