ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে প্রা‌ণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

ঈশ্বরদীতে প্রা‌ণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রা‌ণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের প্রা‌ণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণ থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি পোস্ট অফিস মোড় প্রদক্ষিণ করে শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। সেখানে পায়রা ও বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরে আলোচনা সভায় মিলিত হন।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, জেলা প্রাণিসম্পদ প্রজনন কর্মকর্তা ডা. আবু রেজা তালুকদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এসএম ফজলুল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান এবং উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা সুবির কুমার পাল।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দিন।

খামারিদের পক্ষে বক্তব্য রাখেন ডেইরি ও পোল্ট্রি খামারি রাশেদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. সাইফুর রহমান এবং কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল মমিন।

বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার তিন হাজারের বেশি খামার রয়েছে। এছাড়া রয়েছে কয়েক শত পোল্ট্রি খামার। দেশের উৎপাদিত মাংস, দুধ ও ডিমের চাহিদার বড় একটি অংশ পূরণ করেন এখানকার খামারিরা। আগে কোরবানির ঈদে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু- মহিষ আমদানি করতে হতো, কিন্তু বর্তমানে দেশের খামারিরা কোরবানির চাহিদা মেটানোর পরও অতিরিক্ত পশু উৎপাদন করতে পারছেন।

বক্তারা আরও বলেন, খামারিদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে ঈশ্বরদী প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করছে। আগামীতে দেশের চাহিদা পূরণ করে অতিরিক্ত পশু বিদেশে রপ্তানির সম্ভাবনার কথাও উল্লেখ করেন তারা।

জেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে ছোট-বড় মোট ২৭টি স্টল স্থান পেয়েছে। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে থাকবে নানা আনুষ্ঠানিকতা। বিভিন্ন ধরনের পশু, পাখি, ওষুধ, প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

প্রাণিসম্পদ প্রদর্শনী,প্রা‌ণিসম্পদ সপ্তাহ,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত