
মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে শহরের চৌমুহনীর দেওয়ানী মসজিদে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক কানাডার বিএনপি সভাপতি ফয়ছল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজার, আবুল কালাম বেলাল, মাহমুদুর রহমান, আব্দুর রশিদ, মুহিতুর রহমান হেলাল, আশারাফুজ্জামান খান নাহাজ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ও যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদসহ অঙ্গ সংগঠনের নেতারা।