ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য পেয়ারাকে (৩৪) শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি রতনকান্দি গ্রামের যুবদল নেতা আব্দুল আলীমের স্ত্রী। তিনি ওই ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ১ বছর আগে পেয়ারা প্রথম স্বামীকে তালাক দেয়। পরবর্তীতে ওই যুবদল নেতার স্ত্রী থাকা সত্ত্বেও পেয়ারাকে জোরপূর্বক দ্বিতীয় বিয়ে করে। এ বিয়ের পর তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১৭ লাখ টাকা নেয় স্বামী আলীম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠকও হয়েছে। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন। পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,নারী ইউপি সদস্য,শ্বাসরোধে হত্যা,স্বামী পলাতক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত