
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য পেয়ারাকে (৩৪) শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তিনি রতনকান্দি গ্রামের যুবদল নেতা আব্দুল আলীমের স্ত্রী। তিনি ওই ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ১ বছর আগে পেয়ারা প্রথম স্বামীকে তালাক দেয়। পরবর্তীতে ওই যুবদল নেতার স্ত্রী থাকা সত্ত্বেও পেয়ারাকে জোরপূর্বক দ্বিতীয় বিয়ে করে। এ বিয়ের পর তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১৭ লাখ টাকা নেয় স্বামী আলীম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠকও হয়েছে। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন। পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।