
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন— ওই এলাকার দোবিলা গ্রামের ব্যবসায়ী শাহেদ আলী (৫৫), তার দুই ছেলে আরিফুল ইসলাম (২৯) ও আশিক (২৫)।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডির ৩০ কেজি চাল সুবিধাভোগীদের কাছ থেকে অবৈধভাবে কম দামে কেনার সময় তথ্য সংগ্রহ করছিল দীপ্ত টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম শিশির। তিনি এ ঘটনা ক্যামেরায় ধারণ করলে তার ওপর এ সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনার সময় তার কাছ থেকে নগদ টাকাসহ ক্যামেরা কেড়ে নেয়া হয়। স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ওই সাংবাদিক বাদী হয়ে ওইদিন রাতে থানায় মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার ভোর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন ওসি।