ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুকুরে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৯

পুকুরে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সরাপপুর গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৩ জনকে তাড়াশ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় ওই গ্রামের মঙ্গলা পুকুরের সুফলভোগী সদস্যদের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে উভয় গ্রুপ পুকুরে মাছ চাষের দাবি করে আসছিল। শুক্রবার সকালে রাশেদুল গং ওই পুকুরে মাছ ধরতে যায়। এ সময় নজরুল ইসলাম গং লোকজন নিয়ে মাছ ধরায় বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২ ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২৯ জন আহত হয়। আহতদের মধ্যে ২৩ জনকে উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৫ জনকে বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

পুকুর,মাছ ধরা,সংঘর্ষ,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত