
দেশের উন্নয়ন কার্যক্রম অব্যহত রেখে ও শ্রমজীবি মানুষের কর্মসংস্থান বিবেচনা করে ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযান বন্ধ রাখার দাবী জানিয়েছেন রংপুর জেলা ইট প্রস্তকারক মালিক সমিতি।
শনিবার রংপুর পর্যটন মোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের নেতৃবৃন্দ এ দাবী জানান।
তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টার নির্দেশে পরিবেশ দুষণের কারণ দেখিয়ে সারাদেশে ইটভাটাগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে। এর ফলে একদিকে শত শত ইটভাটায় কর্মরত হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে তাঁদের জীবিকার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। অপরদিকে ইটভাটা মালিকগণ সর্বশান্ত হচ্ছেন।
তারা আরও বলেন, যে পরিবেশ দুষণের দোহাই দেওয়া হচ্ছে তা সঠিক নয়। কারণ, রাস্তাঘাট, বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যুতের লাইন স্থাপনের অনেক আগে থেকেই সংশ্লিষ্ট এলাকায় ইটভাটা গড়ে উঠেছে। ক্রমান্বয়ে ওইসব এলাকায় জনবসতি গড়ে ওঠায় ইটভাটার উপর দায় চাপিয়ে তা বন্ধ করা হচ্ছে। ইটভাটা বন্ধের পরিণতিতে দেশের উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এজন্য দেশের উন্নয়ন কার্যক্রম অব্যহত রাখা ও শ্রমজীবি মানুষের কর্মসংস্থান বিবেচনা করে ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযান বন্ধ রাখার দাবী এবং সরকারের সহযোগিতার আহবান জানান তারা।
রংপুর জেলা ইট প্রস্তকারক মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন। বক্তব্য রাখেন জেলা ইট প্রস্তকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ সভাপতি এনামুল হক, কোষাধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি, সাবেক জেলা সভাপতি আবু নাসের মোহাম্মদ শাহ্ মাহবুবার রহমান, রংপুর চেম্বারের পরিচালক মামুনুর রশিদ, বদরগঞ্জ উপজেলা ইট প্রস্তকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।
শেষে দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতক্রমে বর্তমান কমিটির মেয়াদ এক বছর বর্ধিত করা হয়।