
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টারের উদ্যোগে জামিয়া হালিমাতুস সাদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন সম্পন্ন হয়।
মিলাদ মাহফিলে মহান আল্লাহ তাআলার নিকট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি, পরিপূর্ণ সুস্থতা এবং তাকে জনগণের কাছে ফিরিয়ে এনে দেশের মানুষের খেদমতের সুযোগ করে দেওয়ার জন্য দোয়া করা হয়।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের নন; তিনি সবার এবং সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণেও তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, কৃষিবিদ মো. মনোয়ারুল হক, প্রকৌশলী আশফাক আহমেদ, ডা. এস এম রায়হানুল নবী, মোহাম্মদ নজরুল ইসলামসহ আরও অনেকে।