
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পীরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হলরুমে দুপুরের পর এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম মন্ডল (সেবু মন্ডল), পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ মন্ডল, সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন এবং ওলামা দলের কেন্দ্রীয় সদস্য কাজী মোকলেছুর রহমান প্রমুখ।
সম্মেলনটির উদ্বোধন করেন রংপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ ইনামুল হক মাজেদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর জেলা ওলামা দলের সদস্য সচিব নুরুন্নবী মিয়াজী।
সম্মেলনে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর কমিটির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকলের সম্মতিতে পীরগঞ্জ ওলামা দলের সভাপতি হিসেবে শাহজালাল সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে সেলিম মন্ডলের নাম ঘোষণা করা হয়।
শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।