ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যশোরের শার্শায় বাস চাপায় নারী নিহত

যশোরের শার্শায় বাস চাপায় নারী নিহত

যশোরের শার্শায় বাগআঁচড়া এলাকায় লিটন পরিবহন বাসের চাপায় হালিমা খাতুন (৬২) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া সাতমাইল আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হালিমা ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলীয়া গ্রামের মতিয়ার দফাদারের স্ত্রী ও বাগআঁচড়া আমতলা এলাকার মৃত বেলায়েত গাজীর মেয়ে। সন্ধ্যায় তার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী লিটন ট্রাভেলস পরিবহনের একটি বাস তাকে পিছন দিক থেকে চাপা দেয়। চাকার নিচে দিয়ে যাওয়ায় হালিমা ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ভাইপো জসিম জানান, দু’দিন আগে খালা বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনার সময় হালিমা রাস্তা পার হয়ে ছোট ভাই রশিদের দোকানে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, ঘটনার পর এক ঘণ্টা রাস্তাটি বন্ধ থাকায় নাভারন-সাতক্ষীরা সড়কে বিশাল যানজট তৈরি হয়। প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেরিতে হওয়ায় সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে।

নাভারন হাইওয়ে থানার ওসি মহাসীন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে। আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তবে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, রাস্তায় এ ধরনের চলাচলের নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ উদাসীন। দুর্ঘটনার পরও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, যা প্রশ্ন তুলেছে প্রশাসনের দায়শীলতার উপর।

যশোর,বাস চাপা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত