
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড, বোরো উফশী ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পারভেল রানা, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, প্রণোদনার আওতায় ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিঘাপ্রতি ৫ কেজি বোরো উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পাশাপাশি ২০০ জন কৃষককে বিঘাপ্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, প্রণোদনা সহায়তার পাশাপাশি বোরো ধান চাষাবাদ, পরিচর্যা ও বালাই-ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।