ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোহনপুর-গাড়াদহ আঞ্চলিক সড়কের বকুলতলা আনসার মোড় নামকস্থানে মাটিবাহী ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা সাবিনা খাতুন (৪২) নিহত হয়েছেন।

নিহত শিক্ষিকা সাবিনা একই এলাকার বলদিপাড়া সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষিকা ও উল্লাপাড়া উপজেলার আচলগাঁতী গ্রামের হাসিবুলের স্ত্রী।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সকাল ৯টার দিকে শিক্ষিকা সাবিনা অটোভ্যানযোগে তার শিশু ছেলেকে সঙ্গে নিয়ে কর্মস্থল ওই স্কুলে যাচ্ছিলেন। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষিকা নিহত হন। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এদিকে স্কুল শিক্ষিকা নিহতের ঘটনায় তার স্কুলের অন্য শিক্ষক ও ছাত্রছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া পড়েছে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী সড়ক অবরোধ করেন। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ২ ঘন্টা পর অবরোধ তুলে নেয়া হয়।

সিরাজগঞ্জ,ট্রাকচাপা,স্কুল শিক্ষিকা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত