ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৫।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের উদ্বোধনের মধ্য দিয়ে এ মেলা শুরু হয়। কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার।

প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সঠিক পুষ্টিকর খাদ্য গ্রহণ ও সার–কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও কৃষিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি বাড়ে।

সভাপতি মাসুদুর রহমান সরকার বলেন, খাদ্যে স্বয়ম্ভর হলেও পুষ্টিতে দেশের ঘাটতি রয়েছে; তাই কৃষকদের সঠিক প্রযুক্তি ও নিরাপদ চাষাবাদে আরও সচেতন হতে হবে। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় উৎপাদকরা বিভিন্ন কৃষি প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করছেন, যা কৃষকদের মাঝে পুষ্টি–সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারের উদ্দীপনা সৃষ্টি করেছে।

চুয়াডাঙ্গা,কৃষি প্রযুক্তি,পুষ্টি মেলা,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত