
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) নীলফামারী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশ সৈয়দপুরের সুলতান নগরস্থ ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। প্রধান অতিথি ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ময়নুল হক চৌধুরী।
সভায় কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলা সভাপতি মো. আব্দুল কাদের, কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা জেলা সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল লস্কর, কেন্দ্রীয় পরিচালক ও ফেনী জেলা সভাপতি নাসির উদ্দীন আহমদ, কেন্দ্রীয় পরিচালক ও সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব মো. দ্বীন আলীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোঃ সোহেল পারভেজ, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মওলানা মোহাম্মদ মুনতাকিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, ওষুধ মানুষের জীবনরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। এই খাতে দায়বদ্ধতা, সততা ও মানবিকতার বিকল্প নেই। কেমিস্টরা দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রথম সারির কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাই নৈতিকতা বজায় রেখে সঠিক মূল্যে ওষুধ সরবরাহ এবং রোগীদের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করা সকলের দায়িত্ব।
নীলফামারীর কেমিস্টদের ঐক্য ও মানবসেবার মনোভাব অত্যন্ত প্রশংসনীয়। এ ধারাবাহিকতা বজায় থাকলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
সভায় বক্তারা কেমিস্টদের ন্যায্য দাবি আদায়, সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি নিশ্চিতকরণ, নিরাপদ ওষুধ সরবরাহ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সব কেমিস্টকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণস্বাস্থ্য রক্ষায় সঠিক মূল্যে ওষুধ বিক্রি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ের সব নেতাকর্মীর আন্তরিকতা ও পরিশ্রমে এবারের বার্ষিক সাধারণ সভা ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সহস্রাধিক কেমিস্ট ও কেমিস্টস নেতৃবৃন্দ অংশ নেন। শেষাংশে দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশের কার্যক্রম শেষ হয়।